প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৩:০২ পি.এম
খিলগাঁও হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও থানায় করা একটি হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা হাসান মাহমুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া আদালতকে জানান, হাসান মাহমুদ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর নাম রয়েছে। আদালত শুনানির পর গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার কাগজপত্র অনুযায়ী, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা হাসান মাহমুদকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে গত ২৮ আগস্ট মামলা করা হয়। ঢাকার সিএমএম আদালতে এই মামলা করেন হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। হাসান মাহমুদ গত ৩১ জুলাই খিলগাঁও এলাকায় খুন হন।
এর আগে গত ২৫ আগস্ট শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সেদিন নারায়ণগঞ্জের আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.