প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৮:০৫ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২০ অক্টোবর
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন এবং বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাহবুবুর রহমান জানান, শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম। সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি, মাইগ্রেশন প্রক্রিয়া, ক্লাস শুরুর সময় এবং একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০ অক্টোবর থেকে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
সভায় সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যে সংকট সৃষ্টি হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের সহযোগিতায় একাডেমিক কার্যক্রম সচল রয়েছে। শিক্ষার্থীদের সংগঠনগুলোর কর্মকাণ্ডেও আনন্দময় পরিবেশ ফিরে এসেছে।’
তিনি আরও জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়েও নির্দেশনা এসেছে। তিনি আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস শুরু হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনি ডিন ও বিভাগের প্রধানদের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.