বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের ক্ষত এখনো মুছে যায়নি। সিরিজ শেষ হওয়ার পর তিন সপ্তাহ পার হলেও সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা এখনো দলের ব্যর্থতার কথা ভুলতে পারছেন না। এই ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় বইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দলের ওপর।
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানেশ কানেরিয়া এই সমালোচনার তালিকায় যুক্ত হয়েছেন নতুন করে। সম্প্রতি তিনি পাকিস্তান দলকে মহল্লার ক্রিকেট দলের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, “পাকিস্তান ক্রিকেট দলের মান এতটাই নিচে নেমে গেছে যে মহল্লার একটি দলও তাদের চেয়ে ভালো খেলবে।”
কানেরিয়া পাকিস্তানের এই হতাশাজনক পারফরম্যান্সের জন্য সরাসরি পিসিবিকে দায়ী করেন। তাঁর মতে, জাতীয় দলের এমন গড়পড়তার নিচে পারফরম্যান্সের পেছনে পিসিবির ভুল সিদ্ধান্ত ও নেতৃত্বের অভাবই মূল কারণ। কানেরিয়া আরো বলেন, "সবকিছুর জন্য পিসিবিই দায়ী। জাতীয় দলের এমন পরিস্থিতি তাদেরই সিদ্ধান্তের কারণে হয়েছে।"
পাকিস্তান দলের অধিনায়কত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কানেরিয়া। তিনি বলেন, "সরফরাজ আহমেদ যখন ভালো অধিনায়কত্ব করছিলেন, তখন বাবর আজমকে কেন নেতৃত্ব দেওয়া হলো, সেটা আমি বুঝতে পারছি না।"
একজন সফল অধিনায়কের গুণাবলি ব্যাখ্যা করতে গিয়ে কানেরিয়া বলেন, "অধিনায়ক হতে হবে এমন একজন, যিনি চাপ নিজের কাঁধে নিতে পারবেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বাবর আজম ও শান মাসুদ এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।"
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের তুলনা করে কানেরিয়া আরও বলেন, "ভারতীয় দলের দিকে তাকালে দেখা যায়, দলের প্রত্যেক খেলোয়াড় দলের প্রয়োজনের সময় দায়িত্ব নেয় এবং পারফর্ম করে। শুবমান গিল, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন—সবারই অবদান রয়েছে। এ কারণেই ভারত দল বিশ্বমানের দল।"
কানেরিয়া ভারতের সাম্প্রতিক টেস্ট জয়ের কথাও উল্লেখ করেন, যেখানে ভারতের অশ্বিন ও অন্যান্য খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করে দলকে জয়ের পথে নিয়ে যান। চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে অশ্বিনের সেঞ্চুরি এবং পন্ত ও গিলের কার্যকরী ইনিংসও এই তুলনার উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, “ভারতীয় ক্রিকেটাররা যেমন কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলার জন্য লড়াই করে, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সেই মানসিকতা দেখা যায় না।”
পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা ও নেতৃত্বের অভাব নিয়ে কানেরিয়ার এমন মন্তব্য পাকিস্তানের ক্রিকেটে আরও বিতর্ক তৈরি করতে পারে।