প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৮:৩৩ এ.এম
টাঙ্গাইলে এনজিও হিসাবরক্ষক হত্যার অভিযোগ: পাঁচ কর্মকর্তা গ্রেপ্তার
টাঙ্গাইলের একটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক হাসান আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গত শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল শহরের সদর সড়কে ওই হিসাবরক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। হাসান আলী (২৩) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পুঠিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে এবং তিনি এনজিওটির জামালপুর শাখার সহকারী হিসাবরক্ষক ছিলেন।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের মধ্যে সংস্থাটির উপপরিচালক ও ব্যবস্থাপক রয়েছেন। অভিযোগ উঠেছে, পিয়ারপুর শাখার তিন কর্মকর্তা প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন হাসান আলীকে আটকে রাখা হয়েছিল এবং সেখানে তাকে নির্যাতন করা হয়েছে।
হাসানের বাবা আবদুল লতিফ অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা হচ্ছে। নিহতের মা সুফিয়া বেগমের দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং কিছু অজ্ঞাত আসামিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, এনজিওর কর্মকর্তাদের দাবি, হাসান আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশের রিপোর্ট অনুযায়ী, হাসানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্মকর্তারা ব্যাপকভাবে তদন্ত শুরু করেছেন। সমাজে এ ধরনের ঘটনাগুলোর প্রতিকার এবং দায়ীদের বিচার নিশ্চিত করার জন্য সবার নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.