পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কালাইয়া বাজারের প্যাদা রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মালিকুল ইসলাম স্বপন (৪৫), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬৫), এবং তার ছেলে জুবায়ের হোসেন খান (২১)।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা উত্তোলন নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। সংঘর্ষের সময় গিয়াস সমর্থিত তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন জানান, সংঘর্ষের বিষয়ে লিখিত অভিযোগ নিতে বলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, বর্তমানে কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারাদার যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লার পক্ষে ইজারা উত্তোলন করছেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন।
https://slotbet.online/