ময়মনসিংহের গৌরীপুরে সেনাবাহিনীর তৎপরতায় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর, সোমবার বিকেলে। তবে অভিযানের সময় কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, গত ২৯ আগস্ট সকাল ১০টায় গৌরীপুর মাছ মহাল সড়কে হিম্মত নগর গ্রামের আবুল হাসিমের মোটরসাইকেলটি অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। ঘটনা জানার পর আবুল হাসিমের চাচা আজহারুল ইসলাম ফারুকী নয়ন গৌরীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এরপর ওই কর্মকর্তা মোটরসাইকেলের সন্ধান শুরু করেন।
অবশেষে ১০ সেপ্টেম্বর বিকেলে শাহগঞ্জ বাজারের একটি পরিত্যক্ত দোকানের বারান্দা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় মেজর ইশরাক মোটরসাইকেলটি আবুল হাসিম ও তার চাচা নয়নের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।