ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দাবি করেছেন যে, রাশিয়া চাইলে ইউক্রেনে চলমান সংঘাত এখনই বন্ধ করা সম্ভব। তার এই মন্তব্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই হুঁশিয়ারির প্রেক্ষিতে এসেছে, যেখানে পুতিন পশ্চিমা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহারের সম্ভাবনাকে যুদ্ধের গুরুতর বিস্তার হিসেবে বিবেচনা করেছেন।
স্টারমার বর্তমানে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে উপস্থিত রয়েছেন। আজ শুক্রবার তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে কিয়েভের মিত্র দেশগুলোর মধ্যে আলোচনা চলছে, এবং এ বৈঠক সেই আলোচনা সাপেক্ষে হচ্ছে।
পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন যে, যদি ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে এটি ন্যাটো দেশগুলোর সরাসরি সংঘাতে অংশগ্রহণের প্রতীক হবে এবং যুদ্ধের মৌলিক চরিত্র বদলে যাবে। এ পরিস্থিতি মোকাবিলায় রাশিয়া ‘যথোপযুক্ত সিদ্ধান্ত’ নেবে বলেও সতর্ক করেছেন তিনি।
স্টারমার পুতিনের এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “রাশিয়া এই সংঘাতের সূচনা করেছে এবং ইউক্রেনে অবৈধ হামলা চালিয়েছে। রাশিয়া এখনই যুদ্ধ বন্ধ করতে পারে।”
এছাড়া, ইউক্রেনের মিত্ররা ইরানকে রাশিয়াকে আরও সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে কিভাবে জবাব দেওয়া উচিত, তা নিয়ে আলোচনা করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজছেন।
স্টারমার শনিবার ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে ফিরে আসবেন এবং পরদিন রোববার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে সাক্ষাৎ করবেন। ইতালি বর্তমানে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ এর সভাপতির দায়িত্ব পালন করছে।
এক সপ্তাহ পর, জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে বিশ্বনেতারা জড়ো হবেন।