• শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক প্রয়াত

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক গতকাল ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। এমরানুল হক ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছিলেন।

ব্যবস্থাপনায় স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে ঢাকা ব্যাংকে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পান এমরানুল হক। তাঁর নেতৃত্বে ব্যাংকটি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এবং প্রতিষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এমরানুল হকের মরদেহ আজ দেশে ফিরিয়ে আনা হবে। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ব্যাংকিং খাতে এক অপূরণীয় ক্ষতি হলো।


More News Of This Category
https://slotbet.online/