প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:৩৮ পি.এম
কমলা হ্যারিসকে রিপাবলিকান ডিক চেনি ও তাঁর মেয়ের সমর্থন
ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস, মার্কিন রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তাঁর মেয়ে লিজ চেনি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে কমলাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাঁকে এক নতুন শক্তি ও সমর্থন এনে দিয়েছে।
ডিক চেনি ও লিজ চেনির এই সমর্থনকে কমলা হ্যারিস অত্যন্ত সম্মানজনক বলে উল্লেখ করেছেন। পিটসবার্গে এক বক্তব্যে তিনি বলেন, "ডিক চেনি ও তাঁর মেয়ে লিজ চেনি দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সমর্থন দলের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেশের দিকে মনোযোগ দেওয়ার প্রতীক।"
ট্রাম্পকে হুমকি হিসেবে উল্লেখ করে ডিক চেনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় হুমকি কখনো আসেনি।" তাঁর মেয়ে লিজ চেনি ট্রাম্পকে বিপজ্জনক হিসেবে অভিহিত করেছেন এবং এ কারণে তিনি কমলাকে ভোট দেওয়ার ঘোষণা দেন।
এই সমর্থন পাওয়ার পর কমলা হ্যারিস আরও শক্তিশালী হয়ে নির্বাচনী প্রচারে এগিয়ে যাচ্ছেন। আগামী ১০ সেপ্টেম্বর তাঁর এবং ট্রাম্পের মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে, যেখানে কমলা নিজের অবস্থান স্পষ্ট করতে চান।
ডিক চেনি, যিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে ট্রাম্পের বিপক্ষে সক্রিয়ভাবে মত প্রকাশ করছেন। ট্রাম্পও এই সমর্থনের প্রতিক্রিয়া জানিয়েছেন, ডিক চেনি ও তাঁর মেয়েকে রিপাবলিকান দলের অপ্রাসঙ্গিক সদস্য হিসেবে উল্লেখ করেছেন এবং চেনির ভূমিকার উপর এক তিক্ত মন্তব্য করেছেন।
এদিকে, কমলা হ্যারিসের নির্বাচনী তহবিল বর্তমানে ৪০ কোটি ডলারে পৌঁছেছে, যা ট্রাম্পের তুলনায় অনেক বেশি এবং তাঁর প্রচারাভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.