বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যথাযথভাবে শ্রদ্ধা করা। শনিবার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “যেমন আমরা ভারতের স্বাধীনতা-সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনি ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে, গণতন্ত্র ফিরে এসেছে। শেখ হাসিনা আজ ক্ষমতায় নেই, তাই কি ভারতের নীতিনির্ধারকেরা এটা মেনে নিতে পারছেন না?”
রিজভী ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে বলেন, “বাংলাদেশ বীরের জাতি। বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর সাহস এই জাতির রয়েছে, যা ভারতের মাথায় রাখা উচিত।”
অনুষ্ঠানে বিএনপির সহ-নার্সেসবিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
https://slotbet.online/