চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার সেবক কলোনিতে গণেশপূজার মণ্ডপে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত পূজার স্থান লক্ষ্য করে হামলা চালায়, এতে গণেশের মূর্তি, পূজার ঘট ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়, যার ফলে তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে।
সনাতন ধর্মাবলম্বীদের জন্য শনিবার ছিল গণেশপূজার দিন। দুর্বৃত্তদের আক্রমণে পূজার আয়োজন ক্ষতিগ্রস্ত হলেও পূজারিরা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় পূজার আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত নারী পূজারিরা জানান, ৫০ থেকে ৬০ জনের একটি দল মূর্তি ও ঘট ভেঙে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার পরিদর্শক সাজেদ কামাল জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত আছে এবং পূজা কার্যক্রম পুনরায় চালানোর অনুমতি দেওয়া হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।