নারায়ণগঞ্জের আদমজীতে নির্মাণশ্রমিকের কাজ করতেন মো. জসীম (২৮)। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। তার শরীরে তিনটি রাবার বুলেট ও একটি মেটাল বুলেট বিদ্ধ হয়। বর্তমানে কর্মহীন অবস্থায় জসীম অর্থাভাবে নিজের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না।
নারায়ণগঞ্জে ঘটনার পর গ্রেপ্তারের ভয়ে জসীম পটুয়াখালীর গ্রামের বাড়িতে চলে যান। তার পরিবার বর্তমানে চরম অর্থসংকটে দিন কাটাচ্ছে। জসীমের পিতা ধলু খাঁ দিনমজুরি করেন, কিন্তু সেই আয়েও পরিবারের খরচ ও জসীমের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না।
ঢাকার চিকিৎসকরা বলছেন, তার চিকিৎসা চলমান রাখতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তিনি সঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না। জসীমের পরিবার এখন আর্থিক সহায়তা ও দয়া ভরসায় দিন কাটাচ্ছে।
https://slotbet.online/