• শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮ জন

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে ৯৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে রয়েছে ৭২ জন, এবং ঢাকা মহানগরের বাইরে অন্যান্য স্থানে ২৬ জন। খুলনা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন যথাক্রমে ১৪ ও ৭ জন।

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৬ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৩ শতাংশ নারী। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী। হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৩১৫ জন।

এই তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপদেশ দিয়েছেন।


More News Of This Category
https://slotbet.online/