প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৪, ২:০৬ পি.এম
২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া স্থগিত
২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তবে নতুন সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে, প্রাথমিক ভর্তির চতুর্থ পর্যায়ের প্রক্রিয়া কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।
এর আগে, ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যেকোনো প্রকার মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর পরবর্তী সময়ে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
ভর্তিপ্রক্রিয়ার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের আরও তথ্য জানানো হবে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.