প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ১১:৪৫ পি.এম
যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম আজ বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ ওঠা সম্পর্কে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুবদলের কোনো নেতা-কর্মী যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
‘বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম এ কথা জানান। সভাটি চট্টগ্রাম নগর যুবদল আয়োজন করেছিল।
মোনায়েম বলেন, "দলে কোনো দুষ্কৃতকারীকে স্থান দেওয়া হবে না। জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি এবং আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার এবং তাদের সহযোগীরা কীভাবে পালিয়ে গেছেন, তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং তাদের ভালোবাসা অর্জন করুন।"
মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে বিভিন্ন জেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন এবং রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.