প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:১৪ পি.এম
রাশিয়ার কয়েকটি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা: ১২টি ধ্বংস
গতকাল শনিবার রাতভর মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা পরিচালিত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, মস্কোর দিকে আগত এক ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্ক এলাকায় ইউক্রেনের ছোড়া ১২টি ড্রোন ভূপাতিত হয়েছে। এ বিষয়ে ওই অঞ্চলের গভর্নর আলেজান্দার বোগোমাজ টেলিগ্রামে জানিয়ে দেন।
আর কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি সমিরনভ জানান, এই অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত হয়েছে। কুরস্কের কিছু অংশ বর্তমানে ইউক্রেনের দখলে রয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব ড্রোন হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স চেষ্টা করছে, তবে ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া সাধারণত ইউক্রেনের হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করে থাকে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.