প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৪, ৪:২৭ পি.এম
বগুড়া: চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত তরুণ
বগুড়ার কাহালু উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে ২৫ বছর বয়সী তরুণ রাকিব হোসেন স্থানীয়দের হাতে পিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাহালু উপজেলার একটি হিন্দুপাড়ায় এ ঘটনাটি ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, রাকিব হোসেন ‘আতা বাহিনী’ নামে পরিচিত একটি অপরাধী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন। এই গোষ্ঠী বিভিন্ন অপরাধে জড়িত। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি কাহালু উপজেলার পরিশেষ গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতা সামছুল ফকির।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনা শুরু হয় যখন একটি তরুণ, যিনি আগে একটি হিন্দুপাড়ার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, জানতে পারেন যে মেয়ের বাবা তার বিয়ের ব্যবস্থা অন্যত্র করেছেন। সম্প্রতি মেয়েটি তার বাবার বাড়িতে ফিরেছিলেন। ঘটনার রাতে, বিরক্ত তরুণটি আতা বাহিনীর সদস্যদের নিয়ে রাত ১০টার দিকে মেয়েটির বাড়িতে যায় এবং মেয়ের বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, মেয়ের সম্মানের কথা ভেবে মেয়ের বাবা আতা বাহিনীর সদস্যদের ২ হাজার টাকা দিতে চান। এতে গোষ্ঠীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে মেয়ের বাবাকে মারধর শুরু করে। প্রতিবেশী একজন প্রতিবাদ করলে গোষ্ঠীর সদস্যরা তাকে আঘাত করে এবং ছুরিকাঘাত করে। এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। পালানোর সময় রাকিব হোসেন মাটিতে পড়ে যান এবং গ্রামবাসী তাকে ধরে পিটিয়ে হত্যা করেন।
ওসি শাহীনুজ্জামান বলেন, রাকিব হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আতা বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.