প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৪, ১০:২৪ পি.এম
কলকাতায় ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতার আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠন টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের অপরাধের জন্য কড়া আইন চাই, এবং প্রয়োজনে দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণের অপরাধে ফাঁসির আইন পাস করে রাজ্যপালের কাছে পাঠাব। বাংলার মানুষ শান্তি চায় এবং তারা আমাদের দিকে তাকিয়ে আছেন।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বন্ধ্ পালন করেছে বিজেপি। নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল বিজেপির ‘নবান্ন অভিযান’ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিপেটার ঘটনায় এই বন্ধ্ ডাকা হয়। বন্ধের কারণে সড়ক ও রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, এবং বারাকপুরের ভাটপাড়ায় গুলির ঘটনায় বিজেপি কর্মী রবি সিং গুলিবিদ্ধ হন। এ ছাড়া, বিজেপির নেতা ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, গত দুই দিনে ১ হাজার ৩৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, জুনিয়র চিকিৎসকরা হত্যার ঘটনার প্রতিবাদে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করেছেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘অনেক হয়েছে, নারীদের ওপর অত্যাচার আর বরদাশত করা যাবে না। আর জি করের ঘটনা আমাকে হতাশ ও আতঙ্কিত করেছে।’
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.