• বুধবার, ২১ মে ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে বিশেষ পুরস্কার পাবেন রোনালদো

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদো এবং চ্যাম্পিয়নস লিগ—এই দুই নাম যে একে অপরের পরিপূরক, তা এখন আর নতুন কিছু নয়। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোর প্রতিশ্রুতি ও সাফল্যের ইতিহাস দীর্ঘদিন ধরেই আলোচনায়। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। পাশাপাশি, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন এই পর্তুগিজ তারকা।

এবার, চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষ, উয়েফা, রোনালদোকে একটি বিশেষ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করার ঘোষণা দিয়েছে। মোনাকোয় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে। উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন নিজে রোনালদোর হাতে এই পুরস্কার তুলে দেবেন। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই বিশেষ ড্র অনুষ্ঠান।

স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচে ১৪০টি গোল করার কীর্তি অর্জন করেছেন—যা রেকর্ড বইয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি রয়েছে রোনালদোর নাম। তৃতীয় স্থানে থাকা রবার্ট লেভানডফস্কির চেয়ে তাঁর পার্থক্য আরও বড়, ৪৬ গোল।

বর্তমানে, ইউরোপিয়ান ফুটবলে রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা খুবই কম। এছাড়া, চ্যাম্পিয়নস লিগের সাতটি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জনও রোনালদোর ক্যারিয়ারের একটি বড় অর্জন। পাঁচটি শিরোপার মধ্যে একটি তিনি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং বাকি চারটি রিয়াল মাদ্রিদের হয়ে।

উয়েফার পক্ষ থেকে রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে সেফেরিন বলেছেন, “ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন। তাঁর অসাধারণ গোল করার কীর্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।”

সেফেরিন আরও মন্তব্য করেছেন, “দুই দশকের বেশি সময় ধরে তাঁর খেলায় ধারাবাহিকতা এবং তারুণ্যের আবেগ ধরে রাখা একটি অনন্য কৃতিত্ব। রোনালদোর পেশাদারিত্ব, নিষ্ঠা, এবং খেলাধুলার প্রতি নিবেদন সব ফুটবলারদের জন্য অনুসরণীয় উদাহরণ।”


More News Of This Category
https://slotbet.online/