বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণের এবং ডাটা এন্ট্রি নিশ্চিতকরণের শেষ তারিখ ২২ জুলাই ছিল। কিন্তু যারা ওই তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষের সুপারিশক্রমে, ১৮ থেকে ২৭ আগস্টের মধ্যে দুই হাজার টাকা বিলম্ব ফি পরিশোধ করে ফরম পূরণ, নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার সুযোগ থাকবে।
সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে ২৮ ও ২৯ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময়ের মধ্যে যারা ফরম পূরণ করবেন না, তারা ভবিষ্যতে কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হতে পারেন বলে জানানো হয়েছে।