• বুধবার, ২১ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর থেকে

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া। এই নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, এবং এই সময়ের পরে নিবন্ধনের সুযোগ আর বৃদ্ধি করা হবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক পরিপত্রে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

পরিপত্রে জানানো হয়েছে, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোন ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের মূল্যের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবারের হজ প্যাকেজ মূল্য সৌদি আরবের পর্বের খরচ ও বিমান ভাড়ার ওপর ভিত্তি করে ঘোষণা করা হবে। ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের তুলনায় কমানোর চেষ্টা করা হবে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই প্রাক-নিবন্ধনের ফি ৩০ হাজার টাকা নির্ধারিত হয়েছে। বাংলাদেশের জন্য ২০২৫ সালে হজযাত্রীদের কোটা হচ্ছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সাধারণ প্যাকেজের হোটেল বা বাড়িতে এক রুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে, তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রীদের পাঠাতে পারবে। প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকা www.hajj.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে, অথবা ১৬১৩৬ নম্বরে ফোন করে হজ সংক্রান্ত যেকোন তথ্য জানা যাবে।

ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd) ও e-Hajj BD মোবাইল অ্যাপ ব্যবহার করে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস থেকে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট জমা দিতে হবে।

সরকারি মাধ্যমে হজে যাওয়ার জন্য সোনালী ব্যাংক পিএলসি, মতিঝিল, ঢাকার Sale Proceeds of Hajj Deposit হিসাব নম্বরে (০০০২৬৩৩০০০৯০৮) টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যেকোন শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে।

দুরারোগ্য ব্যাধি যেমন ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা, ডিমেনশিয়া প্রভৃতি রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারী ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজ নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/