প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৪, ১২:০৪ পি.এম
আনসারকাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয়
গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি পরবর্তী দিন রাতেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে সভা ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
এই ঘটনার পর, সোমবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেন জয়। পোস্টে, জয় বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরোক্ষভাবে তীব্র সমালোচনা করেন।
স্ট্যাটাসে জয় লেখেন, "সচিবালয়ের আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন।"
এতে জয় সরকারের এই পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে বর্তমান পরিস্থিতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.