প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৪, ৭:৫১ পি.এম
দেশে ফিরছেন বেবী নাজনীন
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিগত সরকারের সময় থেকে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি সবসময়ই ছিল উল্লেখযোগ্য। আগামী ৩১ আগস্ট কানাডার টরন্টোর বার্চমাউন্ট পার্কে ষষ্ঠ সম্মিলিত বাংলামেলায় গান পরিবেশন করবেন বেবী নাজনীন। এই উদ্দেশ্যে তিনি দুই-তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাবেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন তার সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার পরিকল্পনা রয়েছে তার পরিবারের পক্ষ থেকে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা তার সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক সংগীতে একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। সংগীতজীবনের শুরু থেকেই অডিও, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং আন্তর্জাতিক মঞ্চে সমানভাবে তার উপস্থিতি অনুভূত হয়েছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.