প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৪, ৭:৩৫ পি.এম
স্বেচ্ছাশ্রমে ভাঙা বাঁধ মেরামতের উদ্যোগ
দক্ষিণাঞ্চলের নদীগুলোতে চলতি মৌসুমে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি অঞ্চলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে ভদ্রা নদীর বাঁধের একটি অংশ ভেঙে গিয়ে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার গ্রামবাসী নিজেদের উদ্যোগে এবং স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন।
দুই দিন ধরে কয়েক শ মানুষ মাটি, বাঁশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে বাঁধের ভাঙা অংশ দ্রুত মেরামতের চেষ্টা করছেন। জোয়ারের সময় নদীর পানি বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবাহিত হয়, যা পরবর্তীতে ভাটার সময় কমে যায়। তবে, নতুন জোয়ার আসার আগেই বাঁধের মেরামত সম্পন্ন করা প্রয়োজন।
বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাঁশ সংগ্রহ ও প্রস্তুতির কাজ চলছে। একদল গ্রামবাসী বাঁশ কাটছেন, যা বাঁধের মাটি আটকাতে ব্যবহার হবে। অন্যদিকে, পানি নেমে যাওয়ার জন্য মাটি কাটার কাজ চলছে। কোদাল, শাবল এবং অন্যান্য প্রথাগত মাটি কাটার যন্ত্র ব্যবহার করে স্থানীয়রা এই কাজে অংশ নিচ্ছেন।
বাঁধ মেরামতের কাজ চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবকরা নিজেদের প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি একে অপরের সহযোগিতা করছেন। তৃষ্ণার্ত অবস্থায় একটি বোতল পানির সাহায্যে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। একই সঙ্গে, পানি বের করার জন্য নালা খননের কাজও শুরু হয়েছে, যাতে প্লাবিত এলাকা থেকে দ্রুত পানি সরানো যায়।
পুরুষদের পাশাপাশি বহু নারীও বাঁধ মেরামতের কাজে অংশ নিচ্ছেন, তাদের নিষ্ঠা ও শ্রমে এই কাজে গতি এসেছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, বাঁধের ভাঙা অংশ পুরোপুরি মেরামত করতে আরও একদিন সময় লাগতে পারে। তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার লক্ষ্য, যত দ্রুত সম্ভব বাঁধটি মেরামত করা এবং নতুন জোয়ারের আগেই কাজ সম্পন্ন করা।
এই স্বেচ্ছাশ্রম ও উদ্যোগ এলাকার মানুষকে একত্রিত করে, দুর্যোগের সময় পারস্পরিক সহায়তার গুরুত্বকে প্রমাণ করে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.