বিদ্যমান ইস্পাত ব্যবসা আরও বড় করতে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করবে ইস্পাত খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত। কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে নতুন করে অধিকারমূলক বা রাইট শেয়ার বিক্রি করে ২৪২ কোটি টাকা মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ২২ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার পর্ষদ সভায় নেওয়া এ সিদ্ধান্তের কথা আজ দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্তের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা বা ইজিএম অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। ইজিএমে অনুমোদনের পর কোম্পানিটি রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে।