প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ১১:৪৫ পি.এম
রামপুরায় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর রামপুরায় এক নৃশংস ঘটনার পর সিদ্বেশ্বরী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মো. হাফিজ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফিজের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন মিয়াজী জানিয়েছেন, রামপুরার জাহাজ বিল্ডিং এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আকাশ জানিয়েছেন, আজ সন্ধ্যায় তিনি ও হাফিজসহ কয়েকজন বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। তারা রামপুরার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত লাঠি ও ছুরি নিয়ে এসে তাদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। হাফিজকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজ পশ্চিম রামপুরা এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.