র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করবে। এই সিদ্ধান্ত শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভয়াবহ বন্যার প্রেক্ষিতে র্যাবের সব সদস্য তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করবেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিজিবির সব সদস্যরা একইভাবে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় প্রদান করেছেন।
এই উদ্যোগের মাধ্যমে র্যাব সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবেন।