প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ১০:৫৬ এ.এম
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক কিশোর নিহত, অপরজন গুরুতর আহত
চাঁদপুর শহরে একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো. শাহিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাট শিক্ষা অফিসের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয় জাহিদুল ইসলাম ফাহিম (১৫), যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহিন শহরের ব্যাংক কলোনি এলাকার মৃত স্বপন সরকারের ছেলে এবং একটি নির্মাণশ্রমিকের কাজ করত। আহত জাহিদুল ইসলামও একই এলাকার বাসিন্দা।
শাহিনের মা সাজেদা বেগম জানান, সন্ধ্যার পর তাঁর ছেলে শাহিনকে নিয়ে টি-শার্ট কেনার জন্য বের হয়েছিলেন। তারা চেয়ারম্যান ঘাট শিক্ষা অফিসের সামনে পৌঁছালে একটি কিশোর গ্যাং হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি নিয়ে শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সময় জাহিদুল ইসলামও তাদের কাছাকাছি দাঁড়িয়ে ছিল, তাকেও কুপিয়ে আহত করা হয়।
ঘটনার পর, স্থানীয়রা শাহিন এবং জাহিদকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শাহিনকে মৃত ঘোষণা করা হয়। জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ব্যাংক কলোনি এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছিল। ওই দ্বন্দ্বের ফলস্বরূপ এই হামলা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, “আমরা এই ঘটনার ব্যাপারে অবহিত। তবে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।”
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.