• বুধবার, ২১ মে ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা ইউনিয়নে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক ফতুল্লা থানা ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট।

মিছিলে বক্তৃতাকালে হাসান ইমাম সম্রাট বলেন, “খুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। যেসব নেতা-কর্মীরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরই মূল্যায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “দেশের বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। খুনি হাসিনার ফাঁসি না হলে স্বৈরাচার পতন আন্দোলনে প্রাণ হারানো ছাত্র-জনতার আত্মারা শান্তি পাবে না। শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফাঁসির দাবি জানাচ্ছি।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিঠু খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ১নং কার্যকরী সদস্য মমিন ইসলাম, এবং ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাতুলসহ আরও অনেকে।


More News Of This Category
https://slotbet.online/