বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের খেলা দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ছুটির দিনে পরিবারের সঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে এবং শিক্ষার্থীদের মাঠে টানতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫ চক্রের অংশ। পরের টেস্টটিও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
দর্শকদের মাঠে প্রবেশের জন্য জাতীয় পরিচয়পত্র বা শিশু নিবন্ধন ফরম সঙ্গে রাখা বাধ্যতামূলক। পারিবারিক দর্শকদের জন্য ইমরান খান ও জাভেদ মিঁয়াদাদের ভিআইপি এনক্লোজার উন্মুক্ত থাকবে। এছাড়া মিরান বক্স, শোয়েব আখতার, সোহেল তানভীর ও ইয়াসির আরাফাত প্রিমিয়াম এনক্লোজারেও বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে পিসিবি গ্যালারি ও প্লাটিনাম বক্সের জন্য টিকিটের প্রয়োজন হবে।
যেসব দর্শক ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। অনলাইনে কেনা টিকিটের মূল্য স্বয়ংক্রিয়ভাবে ডেবিট বা ক্রেডিট কার্ডে ফেরত পাঠানো হবে। এক্সপ্রেস সেন্টার থেকে টিকিট কেনা দর্শকদের সেখানে গিয়ে টিকিটের মূল্য ফেরত নিতে হবে।
দর্শকদের সুবিধার্থে পিসিবি শাটল বাসের ব্যবস্থাও করেছে, যাতে তারা সহজেই মাঠে পৌঁছাতে পারেন।