প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ১১:৫৭ পি.এম
বিইআরসির নতুন চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদের নিয়োগ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ একটি প্রজ্ঞাপন জারি করে তাঁকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে।
জালাল আহমেদ, বিসিএস স্পেশাল ব্যাচের (১৯৮৪) কর্মকর্তা, সরকারি চাকরি থেকে অবসরের আগে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।
বিইআরসির সাবেক চেয়ারম্যান মো. নূরুল আমিন সম্প্রতি পদত্যাগ করেছেন, যা বিইআরসির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঘটে। তিনি গত বছরের মার্চে তিন বছরের চুক্তিতে বিইআরসিতে নিয়োগ পেয়েছিলেন।
নতুন চেয়ারম্যান জালাল আহমেদের অভিষেক বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে নতুন দৃষ্টিকোণ নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.