প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ১১:৩৫ পি.এম
নাফিজ সরাফাতসহ তিনজনের বিও হিসাব স্থগিত
বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) কর্তৃক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চৌধুরী নাফিজ সরাফাত, হাসান তাহের ইমাম এবং জালাল একরামুল কবিরের। এই পদক্ষেপের মাধ্যমে শেয়ারবাজারের একটি ব্রোকারেজ হাউসের ওপর তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই তিনজনের বিও হিসাব স্থগিত করার নির্দেশনা আজ বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কে সাত কার্যদিবসের মধ্যে এই হিসাবের হালনাগাদ তথ্য প্রদান করতে বলা হয়েছে।
বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে গত বুধবার মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস নামে একটি ব্রোকারেজ হাউসের তদন্ত করতে যায়। তবে, ব্রোকারেজ হাউসটির কর্মকর্তারা তদন্ত কমিটিকে কোনো সহায়তা করেননি, ফলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হন তদন্তকারীরা। এ কারণে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চৌধুরী নাফিজ সরাফাত এবং হাসান তাহের ইমাম রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের মালিকানার সঙ্গে যুক্ত এবং জালাল একরামুল কবির মাল্টি সিকিউরিটিজের কর্মকর্তা। এই কারণে তাদের বিও হিসাব স্থগিত করা হয়েছে। স্থগিত থাকা অবস্থায় তাদের বিও হিসাব থেকে কোনো অর্থ ও শেয়ার স্থানান্তর করা যাবে না।
এছাড়া, মাল্টি সিকিউরিটিজের জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেওয়া ফ্রি লিমিট এবং মার্জিন লিমিট সুবিধা বন্ধ রাখা হয়েছে। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), পুনঃগণপ্রস্তাব (আরপিও) এবং কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ক্ষেত্রে যে কোটা সুবিধা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। ব্রোকারেজ হাউসটি নতুন শাখা বা বুথ খুলতে পারবে না এবং এর সব ধরনের সনদ নবায়ন করা হবে না বলে ঘোষণা করা হয়েছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.