• বুধবার, ২১ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

“১ মাস ধরে যুক্তরাষ্ট্রে মডেলের নতুন কর্মকাণ্ড”

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতিবছর অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ রাত’। প্রবাসী বাঙালি আর বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে বসে ‘আনন্দমেলা’। এই আয়োজনে এ বছর ‘সেরা মডেল ও অভিনেতা’ হিসেবে পুরস্কার পেয়েছেন নিবিড় আদনান। নিজের দুটো গানে নেচে পারফর্মও করেন বাংলাদেশের মডেলিং অঙ্গনের এই চেনা মুখ।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে বললেন, ‘মডেল হিসেবে আমাদের তো খুব একটা পুরস্কার পাওয়া হয় না। ঠিক এই কারণেই পুরস্কারটি গুরুত্বপূর্ণ। মডেলকে স্বীকৃতি দেওয়ার সংস্কৃতি বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রিকে পেশাদারভাবে গড়ে ওঠায় সহায়ক।’

‘আনন্দ মেলা লস অ্যাঞ্জেলেস অ্যাওয়ার্ড ২০২৪’–এর আয়োজন করা হয় গত ২১ জুলাই। সেই উপলক্ষে ১৬ জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দেন মডেল নিবিড় আদনান। বাংলাদেশ তখন বিক্ষোভে উত্তাল। তাই বিনোদন অঙ্গনের অনেক তারকারই শেষমেশ অংশ নেওয়া হয়নি। অনুষ্ঠানটিও হয়েছে স্বল্প পরিসরে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নিবিড় ২০ আগস্ট প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে যে ঘুরে বেড়াব, আনন্দ করব—এ রকম মনমানসিকতা ছিল না। এমনকি প্রথম দুই দিন আমি রিহার্সালেও অংশ নিতে পারিনি। মানসিকভাবে “ট্রমাটাইজড” ছিলাম অনেক দিন। এখন একটু একটু করে বের হওয়া শুরু করেছি।’


More News Of This Category
https://slotbet.online/