প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ১:৫১ পি.এম
শিক্ষাঙ্গনে ভদ্রতার প্রতি গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
শিক্ষাঙ্গনে ব্যক্তিগত অপমান ও বল প্রয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, শিক্ষাঙ্গনে ব্যক্তিগতভাবে কাউকে অপমান করা ও বল প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শিক্ষাঙ্গনে কোনো প্রকার অন্যায় হলে তা দ্রুত নিয়মমাফিকভাবে মোকাবেলা করা হবে।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী বছরের পাঠ্যবইয়ে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। বর্তমান শিক্ষানীতির সময়সীমা নিয়ে তিনি মন্তব্য করে বলেন, নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে কিছুটা সময় লাগবে। ফলে, প্রাথমিকভাবে পাঠ্যবইয়ের মলাটে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও জানান, শিক্ষাক্রম সংস্কার ও আধুনিক শিক্ষানীতি তৈরির প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হবে। সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গুণমানসম্পন্ন সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দুর্বলতম অংশ হলো মাধ্যমিক শিক্ষা। তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা সরকারি হলেও মাধ্যমিক শিক্ষায় অনিয়ম ও অবহেলা অনেক বেশি, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রস্তুতির ওপর প্রভাব ফেলে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষাঙ্গনে ভদ্রতা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.