ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক, এক্স (পূর্বে টুইটার) এবং ইনস্টাগ্রামে বিশাল অনুসারীর সংখ্যা নিয়ে ইতোমধ্যেই পরিচিত, এবার ইউটিউবে নতুন অধ্যায় শুরু করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যার নাম রেখেছেন ‘ইউআর ক্রিস্টিয়ানো’।
গতকাল চ্যানেলটি চালু করার পরপরই ইন্টারনেট ব্যবহারকারীরা চ্যানেলটিতে ভিড় করতে শুরু করেন। একদিনের মধ্যে এই চ্যানেলের অনুসারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। প্রথম এক ঘণ্টায় চ্যানেলের অনুসারীর সংখ্যা ১০ লাখ বা ১ মিলিয়নে পৌঁছেছে, যা নতুন বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃত হয়েছে। এত দ্রুত সময়ে ইউটিউব চ্যানেলের এত বেশি অনুসারী যোগ হওয়া এর আগে ঘটেনি।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউটিউব চ্যানেলে অনুসারীসংখ্যার দিক দিয়ে রোনালদো মাত্র ২ ঘণ্টার মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষ লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন। মেসির ইউটিউব চ্যানেল ‘লিও মেসি’ ১৮ বছর আগে চালু করা হয়েছিল এবং সেটি গতকাল রাত ১১টা পর্যন্ত ২১ লাখ ৬০ হাজার অনুসারী নিয়ে ছিল। অপরদিকে, রোনালদোর চ্যানেল মাত্র ১৮টি ভিডিও আপলোডের মাধ্যমে ২১ লাখ ৭০ হাজার অনুসারী অর্জন করেছে। মেসি এখন পর্যন্ত ২০৭টি ভিডিও আপলোড করেছেন।
গুগল বা ইউটিউবে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ লিখে সার্চ করলে দেখা যাবে চ্যানেলের পরিচিতি: "ইউআর ক্রিস্টিয়ানো—এটি ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল।"
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় রোনালদো তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউব চ্যানেল উদ্বোধনের খবর প্রকাশ করেন। সৌদি ক্লাব আল নাসরের পর্তুগিজ সুপারস্টার লিখেছেন, "অপেক্ষার পালা শেষ, আমার ইউটিউব চ্যানেল এখন লাইভ!" চ্যানেলের সাবস্ক্রাইবারদের প্রতি রোনালদো তার ট্রেডমার্ক উদযাপন ‘SIUUU’ সিগনেচারে অনুরোধ করেছেন, "SIUUUbscribe (সাবস্ক্রাইব করুন) এবং আমার নতুন যাত্রায় যুক্ত হোন।"
বর্তমানে রোনালদোর এক্সে ১১ কোটি ২৫ লাখ, ফেসবুকে ১৭ কোটি এবং ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ অনুসারী রয়েছে।