প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৪, ২:৩৬ পি.এম
পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা দুই শতাধিক পর্যটক
টানা বৃষ্টির ফলে উজান থেকে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রের সড়ক ডুবে যাওয়ায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সাজেক-বাঘাইহাট সড়কের দুই স্থান জলমগ্ন হওয়ায় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা যায়, গতকাল সকাল বেলা ১৭টি জিপ, অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দুই শতাধিক পর্যটক সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছিলেন। দুপুরের দিকে ভারী বৃষ্টির পর কাচালং নদী থেকে পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়ক সাত ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে করে পর্যটকরা আটকা পড়েন এবং নতুন করে কোনো পর্যটক সাজেকে পৌঁছাতে পারেননি।
সাজেক হিলভিউ কটেজের মালিক ইন্দ্রজিৎ চাকমা জানিয়েছেন, "সাজেক-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে দুই শতাধিক পর্যটক খাগড়াছড়িতে ফিরতে পারছেন না। আশা করা হচ্ছে, সড়ক থেকে পানি কমলে তাঁরা আজ বুধবার ফিরতে পারবেন।"
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, "বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া পর্যটকদের জন্য আমরা কক্ষ ভাড়া ফ্রি করে দিয়েছি, তবে পানির বিল নেওয়া হচ্ছে।"
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানিয়েছেন, "সাজেকে আটকে পড়া পর্যটকদের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। সড়ক থেকে পানি কমে গেলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।"
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.