প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৪, ২:২৮ পি.এম
যুক্তরাষ্ট্রের পারস্পরিক মূল্যবোধ ও সহযোগিতার জন্য প্রস্তুতির অঙ্গীকার: পেন্টাগন
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সহিংসতা পরিহার এবং মানবাধিকার রক্ষার আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় গত মঙ্গলবার, পেন্টাগনের প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে মতামত প্রদান করেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার।
ব্রিফিংয়ের সময়, বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করছে—এমন প্রশ্নের উত্তরে প্যাট রাইডার বলেন, “আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান। আমরা পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থের ভিত্তিতে সহযোগিতামূলক কাজের জন্য প্রস্তুত আছি, বিশেষ করে মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার ক্ষেত্রে। তবে এই পরিস্থিতিতে যেকোনো ধরনের যোগাযোগের ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।”
এছাড়াও, প্যাট রাইডার বলেন, “বাংলাদেশ সরকার সম্পর্কে আমাদের প্রত্যাশা হল, সেখানে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে।”
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন মেজর জেনারেল প্যাট রাইডার।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.