প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৪, ২:২০ পি.এম
১৫ দিনের মধ্যে আইওএসের নতুন হালনাগাদ উন্মোচন করল অ্যাপল
৭ আগস্ট আইওএস ১৭.৬.১ সংস্করণ প্রকাশ করার পরপরই বেশ কিছু নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। এই ত্রুটিগুলোর কারণে অ্যাপল মাত্র ১৫ দিনের ব্যবধানে সংস্করণের একটি নতুন হালনাগাদ উন্মোচন করেছে। নতুন হালনাগাদ সংস্করণটি একই নাম থাকলেও এর বিল্ড নম্বর আলাদা। সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের বিল্ড নম্বর '২১জি১০১' যুক্ত ১৭.৬.১ সংস্করণটি দ্রুত আপডেট করতে পরামর্শ দিয়েছে অ্যাপল।
এই নতুন হালনাগাদে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি বিষয় রয়েছে। প্রথমত, এটি পূর্ববর্তী সংস্করণের নিরাপত্তা ত্রুটিগুলোর সমাধান করেছে। দ্বিতীয়ত, আইক্লাউডে অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন সুবিধা চালু বা বন্ধ করার সময় ব্যবহারকারীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা সমাধান করা হয়েছে। অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন চালু থাকলে আইক্লাউডে আদান-প্রদান করা সব কনটেন্ট এন্ড টু এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকে, যা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।
পূর্ববর্তী সংস্করণে অনেক ব্যবহারকারী আইক্লাউডের এই সুবিধা চালু করতে পারছিলেন না, অথবা চালু করার পর 'এরর' বার্তা পাচ্ছিলেন। এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপল নতুন বিল্ড নম্বরসহ ১৭.৬.১ সংস্করণের হালনাগাদ প্রকাশ করেছে।
অ্যাপল ব্যবহারকারীদেরকে তাদের ডিভাইসে নতুন সংস্করণটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে, যাতে তারা সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে পারেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.