সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা মাটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। তাঁদের আশা, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার সকাল থেকেই সেখানে বৃষ্টিপাত হচ্ছে। আজ ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি টিলা ধসে সড়কের ওপর পড়ে। এই টিলার সঙ্গে ছিল মাটির সাথেই ছোট গাছপালা ও বাঁশঝাড়।
প্রিয়তোষ দাস নামের এক স্থানীয় বাসিন্দা জানান, ‘প্রতিদিনই নানা কাজে ভানুগাছ ও কমলগঞ্জ যেতে হয়। আজ সকালে সিএনজিস্ট্যান্ডে গিয়ে শুনি রাস্তা বন্ধ। পরে অনেক ঘুরে ভানুগাছ পৌঁছাতে হয়েছে, এতে সময়ের সঙ্গে ভাড়া বাড়িয়ে দিয়েছে।’
সড়কটিতে নিয়মিত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক হায়দার মিয়া বলেন, ‘বর্তমানে আমরা প্রায় ২০ কিলোমিটার ঘুরে ভানুগাছ যাচ্ছি। যাত্রীদের অনেক সময় নষ্ট হচ্ছে এবং ভাড়া বেশি লাগছে।’
মৌলভীবাজার সওজের উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান জানিয়েছেন, ‘আমাদের কর্মীরা মাটি সরানোর কাজ করছে। মাটির পরিমাণ বেশি হওয়ায় কিছুটা সময় লাগছে, তবে আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’