প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৪, ৩:৫৮ পি.এম
শেখ সেলিম ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব তলব
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ শেখ সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে তাঁর পরিবারের সদস্যদের, যার মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমও রয়েছেন, ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক কর অঞ্চল-১৫ থেকে আজ সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং ডাক বিভাগকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ সেলিমের নিজের নামে অথবা তাঁর পিতা, মাতা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে। শেখ সেলিম বর্তমানে কর অঞ্চল-১৫-এর করদাতা।
কর কমিশনার আহসান হাবিব জানিয়েছেন, নিয়মিত কর ফাঁকি রোধ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের আয় ও ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে।
এ আগে, কর অঞ্চল-১৫ থেকে গত সপ্তাহে দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও তলব করা হয়েছিল।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.