প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৪, ১২:২৭ পি.এম
আবহাওয়া অধিদপ্তরের কর্মচারীদের নয় দফা দাবি নিয়ে বিক্ষোভ
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তাঁরা প্ল্যাকার্ডে তাদের দাবি তুলে ধরে প্রতিষ্ঠানটির পরিচালক মারফত অন্তর্বর্তী সরকারের কাছে এসব দাবি পূরণের আবেদন জানান।
নয়ন দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নতুন নিয়োগ বিধি সংশোধন করে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি অবিলম্বে চালু করা।
২. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা।
৩. পূর্বের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পেশাদারির ভিত্তিতে সংস্থাপ্রধান নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়া।
৪. ২০১৬ সাল থেকে স্থগিত পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে চালু করে শূন্য পদ দ্রুত পূরণের মাধ্যমে আবহাওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।
৫. হয়রানিমূলক বদলি দূর করা।
৬. টেন্ডার-বাণিজ্য দূর করা।
৭. অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা।
৮. কর্মচারীদের মেধা, সততা ও কর্মদক্ষতাকে বিবেচনায় রেখে তাঁদের সঠিক মূল্যায়ন ও পদায়ন করা।
৯. সুন্দর ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি করে আবহাওয়া পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে এই দাবিগুলির প্রতি গুরুত্বারোপ করে তাদের অব্যাহত দাবির প্রতি সরকারের মনোযোগ আকর্ষণ করেছেন। তাঁদের দাবি, এসব পদক্ষেপ না নেওয়া হলে কর্মক্ষেত্রে বৈষম্য ও দুর্নীতির সমস্যা সমাধান হবে না এবং কর্মীদের দক্ষতা ও মেধার যথাযথ মূল্যায়ন হবে না।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.