ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে হারানো সহজ হবে। গতকাল পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে, এবং পেনসিলভানিয়া নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্রাম্পের মতে, কমলা হ্যারিসকে পরাজিত করা বাইডেনের চেয়ে অনেক সহজ হবে। তিনি কমলাকে ‘মৌলবাদী’ ও ‘পাগল’ হিসেবে উল্লেখ করেছেন এবং তার নীতির সমালোচনা করেছেন, বিশেষ করে ভূগর্ভস্থ তেল ও গ্যাস উত্তোলনের পদ্ধতি ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার আহ্বান নিয়ে।
কমলা হ্যারিসের নির্বাচনী শিবির থেকে জানা গেছে, তিনি এখন আর ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার সমর্থক নাও হতে পারেন। ট্রাম্পের সমালোচনায় কমলার হাসি এবং টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ নিয়েও বিদ্রূপ করেছেন। তিনি বলেন, "আমি দেখতে তাঁর চেয়ে অনেক ভালো।"
পেনসিলভানিয়া ট্রাম্পের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এখানে ১৯টি ইলেকটোরাল ভোট রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে তিনি মাত্র ৪৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন, এবং পরের বছর বাইডেন ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে ট্রাম্পকে পরাজিত করেন। এবারেও পেনসিলভানিয়া হতে পারে নির্বাচনের বড় পুরস্কার।
এদিকে, কমলা হ্যারিস আগামীকাল শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন, যেখানে তাঁর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। ট্রাম্প ও কমলার নির্বাচনী শিবির পেনসিলভানিয়ায় বড় মনোযোগ দিচ্ছে, এবং সম্ভবত এই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।